মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডাঃ খান রিয়াজ মাহমুদ জিকো তার নিজ জন্মভূমি খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী এবং ব্রক্ষগাতী গ্রামের গরীব, দুঃস্থ, অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম শুরু করেছেন এবং এটা অব্যাহত রাখবেন বলে জানা যায়।
আজ শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ব্রক্ষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনি ৯০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
ডাঃ খান রিয়াজ মাহমুদ জিকো ১৯৯৯ সালে দিঘলিয়া উপজেলার ৬ নং ব্রক্ষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেন। ২০০৫ সালে সেনহাটী মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি, ২০০৭ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচ এস সি এবং ২০১৩ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর ৩৯ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ন হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন। সম্প্রতি তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে এমবিবিএস (স্বাস্থ্য) ও সহকারী রেজিস্টার (অর্থপেডিক্স) হিসেবে যোগদান করেন। পানিগাতী গ্রামে তার জন্ম এবং বেড়ে উঠা। পিতার নাম মোঃ কুদ্দুস আলী খান।
ব্রক্ষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, মহান স্বাধীনতা দিবসকে উপলক্ষ্য করে ডাঃ রিয়াজ মাহমুদ জিকো তার নিজ জন্মভূমি ব্রক্ষগাতী এবং পানিগাতী গ্রামের গরীব, দুঃস্থ, অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সেবার মতো একটি মহতী কাজ শুরু করেছে। সে এটা অব্যাহত রাখবে। নিজ জন্মস্থানের প্রতি দায়বদ্ধতা এবং মানব সেবার মহান ব্রত নিয়ে সে আজ থেকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে। তার এ মহতী কাজের জন্য গ্রামবাসী তাকে সাধুবাদ জানিয়েছেন।