খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় স্কুল পর্যায়ে ছাত্রদের ক্রিকেট প্রতিযোগিতা মঙ্গলবার (২৯ মার্চ) বিকালে দিঘলিয়া ওয়াই এম এ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য খান নজরুল ইসলাম।
খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, দিঘলিয়া ইয়ং মেনস এসোসিয়েশন এর কর্মকর্তা মোল্যা ফকরুল আলম বাবুল, দিঘলিয়া ২ নং ওয়ার্ড এর সদস্য মোঃ নাজমুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বসন্ত মল্লিক, দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি একরামুল হোসেন লিপু, দপ্তর সম্পাদক কে এম আসাদুজ্জামান প্রমুখ।
খুলনা গেজেট/কেএ