খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ ব্রিজের উপর প্রতিপক্ষের হাতুড়ি পেটায় রেজাউল শেখ (৫২) নামে এক মৎস ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শুক্রবার (৭ মে) লাখোয়াটী গ্রামের মৎস ব্যবসায়ী রেজাউল শেখ (৫২) তার পুত্র নাহিদ (১০) কে সঙ্গে নিয়ে নন্দনপ্রতাপ জামাই বাড়ি ইফতারি দিতে যাচ্ছিলেন। বিকাল ৫ টার সময় নন্দনপ্রতাপ ব্রিজের কাছে পৌঁছালে প্রতিপক্ষের ৪/৫ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। পরবর্তীতে এলাকার লোকজন আহত রেজাউলকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
আহত রেজাউল বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রেজাউল শেখ বারাকপুর ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী ও বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনছার আলীর চাচাত ভাই। ঘটনাটি নিয়ে নন্দনপ্রতাপ, বারাকপুর বাজার এবং লাখোয়াটী গ্রামে শেখ আনছার আলী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রিপন কুমার সরকার জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের স্বার্থে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি