প্রথম ধাপে ইউপি নির্বাচনে খুলনার দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ৭১ জন সংরক্ষিত এবং সাধারণ আসনের নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুর আলম এ সব সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্যা মফিজুল ইসলাম ঠান্ডু, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান এস এম ফরিদ আকতার প্রমুখ।
এর আগে আজ সকাল ৯ টা থেকে স্ব স্ব ইউনিয়নের সদস্যরা বাদ্যযন্ত্র সহকারে তাদের সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের হলরুমের সামনে হাজির হতে থাকেন। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ জনপ্রতিনিধি এবং তাঁদের সমর্থকের পদচারণায় মুখরিত ছিলো।
খুলনা গেজেট/এনএম