’বাঁঁচাও নদী, বাঁঁচাও নদী, বাঁঁচতে চাও সবাই যদি’ এ শ্লোগানকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে নদী সংরক্ষণ শীর্ষক “উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মসূচী সোমবার বেলা ১১ টায় খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় নদী রক্ষা কমিশনের ’নদী দূষণ, দখলদারিত্ব এবং অন্যান্য দূষন থেকে ৪৮ নদী রক্ষা ও নদীর তথ্য ভান্ডার তৈরি ও সমীক্ষা প্রকল্প (১ম পর্ব) ‘র আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
৩ নং দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হায়দার আলীর মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রোগ্রাম অফিসার মোঃ জিয়াউর হক, ফিল্ড অফিসার মোঃ আনারুল ইসলাম মোঃ শহীদুল ইসলাম ও রিনি ফেরদৌসী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও দিঘলিয়া সদর ইউপি’র ট্যাগ অফিসার মোঃ তারিকুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার সমীর বিশ্বাস ও দিঘলিয়া সদর ইউপি সচিব সিদ্ধার্থ শংকর ব্যানার্জী। কর্মসূচীতে সদর ইউনিয়নের বিভিন্ন পেশাজীবীর মোট ৪৮ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে সমীক্ষাধীন ৪৮ টি নদী দখল, দূষণ, নাব্যতা ও ভাঙ্গন সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কমিশনের তথ্য ভান্ডারে অন্তর্ভূক্তি করা। নদীসমূহকে দূষণ, অবৈধ দখল, অপব্যবহার থেকে রক্ষা এবং পুনরুদ্ধার করার কৌশল প্রণয়ন করা। নদী রক্ষায় স্থানীয় জনগণ, স্থানীয় সরকার, বেসরকারি উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্পৃত্তকরণ করা এবং নদী নির্ভর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা।
খুলনা গেজেট/এনএম