খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বারাকপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনসার আলীকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে লাখোয়াটী বাজার সংলগ্ন দাড়ির বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃত শেখ আনছার আলী ছিলো ওয়ারেন্টভুক্ত আসামি। তাছাড়া সে নিয়মিত মামলারও আসামি।
এদিকে গত ২৬ মার্চ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী জাকির হোসেন এবং গ্রেপ্তারকৃত স্বতন্ত্র প্রার্থী ও বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আনছার আলীর সমর্থকদের মধ্যে সংঘটিত নির্বাচনী সহিংস ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৯ তাং ২৮/০৩/২০২১ বাদী বারাকপুর বাজারের মুদি ব্যবসায়ী ও গাজী জাকির হোসেন এর সমর্থক মুজিবুর শেখ।
সহিংস ঘটনায় ৯ জন আহত হয়েছিলো। উভয় পক্ষের সমর্থকদের মোটরসাইকেল এবং দোকান ভাঙচুর হয়েছিলো। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দিঘলিয়া থানা পুলিশ ঘটনার দিন রাতেই বারাকপুরে লাখোয়াটী গ্রাম থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছিল।
খুলনা গেজেট/এনএম