খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের মহিলা সদস্য (ওয়ার্ড নং ৪,৫,৬) এর উপনির্বাচনে বিজয়ী জলি খাতুনের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
শপথ বাক্য পাঠ করান দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম।
গত বছরের ২১ সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই সংরক্ষিত ওয়ার্ড থেকে ফিরোজা বেগম বিজয়ী হোন। বিজয়ী হওয়ার ৪ দিন পর ২৬ সেপ্টেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। সংরক্ষিত ওয়ার্ড (৪-৫-৬) শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। চলতি বছরের ১৪ জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনে নুর ইসলাম শেখের কন্যা জলি খানম বিজয়ী হলে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম তাকে শপথ বাক্য পাঠ করান।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, যোগীপোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত ওয়ার্ডের অন্য ২ সদস্যসহ উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, সাংবাদিক একরামুল হোসেন লিপু, শেখ রবিউল ইসলাম রাজিব প্রমুখ।
খুলনা গেজেট/এমএনএস