খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

দিঘলিয়ার পাটকল শ্রমিক হত্যায় তিন দিনেও গ্রেপ্তার নেই

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ার ফরমাইশখানায় অবস্থিত মন্ডল জুট মিলের শ্রমিক রাজন (২০) হত্যাকান্ডের ৩ দিন অতিবাহিত হলেও দিঘলিয়া থানা পুলিশ হত্যাকান্ডের সংগে জড়িত এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারভূক্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চন্দনীমহল ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও মন্ডল জুট মিলের শ্রমিক রাজনকে দুর্বত্তরা পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে একইদিন সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই সুজন ঘটনার ২ দিন পর গতকাল শনিবার একই মিলের শ্রমিক আব্দুর রহমান ও আব্দুর রহিম নামে দু’সহোদরকে অভিযুক্ত করে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৪ তাং ২৪/১০/২০২০।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!