আব্দুস সালাম মূর্শেদী দিঘলিয়া প্রিমিয়াম লীগ (ডিপিএল) Season7 ‘র মেগা ফাইনালে খান জহুরুল হক স্মৃতি সংঘ দেয়াড়া ইউনাইটেড ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের এ ফাইনাল খেলা শনিবার (১৩ এপ্রিল) বেলা ৩ টায় দিঘলিয়া ওয়াই এম এ ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়।
খেলায় খান জহুরুল হক স্মৃতি সংঘ টসে জিতে প্রতিপক্ষ দেয়াড়া ইউনাইটেড ক্লাবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে দেয়াড়া ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়রা ৯ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে।
জবাবে ৮৩ রানের টার্গেট নিয়ে খান জহুরুল হক স্মৃতি সংঘের খেলোয়াররা ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য, সাবেক কৃতি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মূর্শেদী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, অনুষ্ঠানের বিশেষ অতিথি দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোঃ মিলজার হোসেন, সাবেক কৃতি ফুটবলার খান শহিদুর রহমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ওয়াই এম এ ‘র সাবেক ফুটবলার মোঃ রেজাউল ইসলাম রিজু, গোলকিপার মোড়ল মিজানুর রহমান, খান মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ল্যান্ড ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, ডিপিএল আয়োজক কমিটির সদস্য কেএম আসাদুজ্জামান, মোস্তফা আমীর ফয়সাল, মোঃ রাকিব মোড়ল, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, নীরব মোড়ল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন আক্তার প্রমুখ।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশাফুর রহমান। ধারাভাষ্য প্রদান করেন মেহেদী হাসান ও খান শহিদুর রহমান।
ঐতিহ্যবাহী দিঘলিয়া ইয়ং মেনস এ্যাসোসিয়েশন (ওয়াই এম এ) এ খেলার আয়োজন করে।
প্রতিবছর ঐতিহ্যবাহী এ ক্লাবটি আইপিএল এর আদলে জমকালো ডিপিএল ‘র আয়োজন করে থাকে। গত ৯ জানুয়ারি ডিপিএল Season 7 এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্থানীয় মোট ৮ টি ক্লাব এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।