“দিঘলিয়ার উন্নয়ন করবো, স্বপ্নের দিঘলিয়া গড়বো”। এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক সংগঠন দিঘলিয়া উন্নয়ন সংস্থার দ্বি- বার্ষিক সম্মেলন শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ আল আমীন ‘র সভাপতিত্বে ও মোঃ রাতুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোল্যা মাকসুদুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম রফিকউদ্দিন, সংগঠনের উপদেষ্টা রেজাউল কবির লাভলু, ডাঃ মোস্তফা আমীর ফয়সাল, দিঘলিয়া ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সদস্য খান আবু সাঈদ, বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের প্রতিষ্ঠাতা সালেহউদ্দিন সবুজ, উপদেষ্টা দেলোয়ার হোসেন, বাঘারপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সৈয়দ হাসিবুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, সামাজিক সংগঠন স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, বেসরকারি উন্নয়ন সংস্থা আমেরিকাস খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর আশিকুল ইসলাম আশা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহাজান মোড়ল, নিরব মোড়ল, আশিকুর রহমান, শেখ তৌফিকুর রহমান, ইসমাইল হোসেনের প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় সেশনে উপস্থিত সংগঠনের সদস্যদের সবার সর্বসম্মতিক্রমে দিঘলিয়া উন্নয়ন সংস্থার সভাপতি হিসেবে মোঃ শাকিল মোড়ল সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাতুল হোসেনকে আগামী ২ বছরের জন্য দায়িত্ব প্রদান করা হয়।