খুলনার দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামে বিবদমান দু’গ্রুপের মধ্যে সংগঠিত সংঘর্ষের ঘটনায় সেনহাটী ইউপি সদস্য মোঃ আশরাফ মোল্যার দায়ের করা মামলায় এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে দিঘলিয়া থানা পুলিশ। মামলা নং ২ তাং ১৭/০৪/২০২১।
দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিপন কুমার সরকার জানান, আজ ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় দিঘলিয়া থানার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পরপরই আসামীদেরকে তাৎক্ষণিকভাবে কোর্টে চালান দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত এজাহারভুক্ত আসামিরা হলো, রাকির গাজী (৩০) পিতা এজাজুল ইসলাম ওরফে গাজী রেজাউল ওরফে হুদা, জিয়া চৌকিদার (৩২) পিতা মৃত নজিম চৌকিদার, আনোয়ার শেখ (৪২) পিতা মৃত সামাদ শেখ, ইখলাস গাজী (২৭) পিতা শাহজাহান গাজী, হিটলার মোল্লা (৩৫) পিতা শাহাজান মোল্লা, রহিম গাজী (৫০) পিতা মৃত খয়বার গাজী, জিন্নাত সরদার (৩১) পিতা মৃত নূর মোহাম্মদ ওরফে নূরু সরদার, শাহিন গাজী (৪৫) পিতা রহমান ওরফে গাজী আব্দুর রহমান, বিল্লাল মল্লিক (৫০) পিতা মৃত হাশেম ওরফে ইদ্রিস মল্লিক, বেলায়েত হোসেন (৫০) পিতা মৃত নজিম মোল্লা, বাবুল শেখ (৪০) পিতা মৃতঃ মোক্তার শেখ।
১৫ এপ্রিল রাতে উত্তর চন্দনীমহল (বোগদিয়া) গ্রামে জিয়াউর রহমান জিয়া চৌকিদারের মৎস ঘেরে বিষ প্রয়োগের ঘটনাকে কেন্দ্র করে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সংঘর্ষের ঘটনায় দিঘলিয়া থানায় পৃথক দুটি মামলা হয়। মামলায় মোট আসামি সংখ্যা ৪৬ জনসহ অজ্ঞাত আরো একশ থেকে দেড়শ জন। এর আগে গত ২৫ এপ্রিল মোঃ বেলায়েত হোসেনের দায়ের করা মামলায় পুলিশ ১৬ জনকে গ্রেপ্তার করে। মামলা নং ৩ তাং ১৯/০৪/২০২১। গ্রেপ্তারকৃত সবাই কোর্ট থেকে জামিন নিয়েছে।
খুলনা গেজেট/কেএম