২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি, খুলনা) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আজ বুধবার (৯ মার্চ) এলাকার অবকাঠামোগত উন্নয়নের লক্ষে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তারেক মোঃ সাইফুল ইসলাম, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, আড়ংঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার, দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাংবাদিক শেখ রবিউল ইসলাম রাজিব, উপজেলা যুবলীগ নেতা শেখ আনিসুর রহমান প্রমুখ।
খুলনার দিঘলিয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ইতিমধ্যে ১শ’ কোটি টাকার একটি প্রস্তাবনা তৈরি করেছেন।