খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দিঘলিয়ায় বাল্যবিবাহের অপরাধে মেয়ের বাবাকে অর্থদণ্ড

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল আলম শুক্রবার (২৩ জুলাই) রাতে বারাকপুর বাজার এবং তৎসংলগ্ন এলাকায় জনসাধারণ সরকার ঘোষিত লকডাউন এর নির্দেশনা মেনে চলছে কিনা তদারকি করছিলেন। এ সময় তার কাছে খবর আসে বারাকপুর গ্রামে একটি সংখ্যালঘুর বাড়িতে বাল্যবিবাহের উদ্যোগ চলছে। খবরটি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ গ্রামে বাল্য বিবাহের উদ্যোক্তা মেয়ের বাবা রনজিত সরকারের বাড়িতে হানা দেন।

এ সময় তিনি রনজিত সরকারের মেয়ে পূজা সরকারের জন্মসনদ দেখতে চান। সরকারি আইন অনুযায়ী পূজা সরকারের বিবাহের বয়স ১৮ বছর পূর্ন না হওয়ায় মেয়ের বিবাহের উদ্যোগ গ্রহণ করায় বাল্য বিবাহ প্রতিরোধ আইনে বাবা রনজিত সরকারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিবাহ দেওয়া থেকে বিরত থাকার অঙ্গীকারনামা নেওয়া হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!