খুলনার দিঘলিয়া উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী সম্মিলিত বিষয়ভিত্তিক বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মে) আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারের হল রুমে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী দিনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম।
উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর ও কোর্স কো-অর্ডিনেটর শিমু রাজিয়া লায়লা, প্রশিক্ষক যথাক্রমে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিয়া আফরিন ও চন্দনীমহল শিল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী আক্তার।
কর্মশালায় উপজেলাধীন ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এটা ছিলো এ প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ। এর আগে এ কর্মসূচির আওতায় ৩০ শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় এবং পিইডিপি’র অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।