ভারতীয় পেঁয়াজ খুলনায় আসার সাথে সাথে পুনরায় পাইকারি ও খুচরা বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে দীর্ঘদিন পর দেশে ঢুকলেও দেশি পেঁয়াজের চেয়ে কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা বেশি হওয়ায় বাজারে চাহিদা নাই ভারতীয় পেঁয়াজের।
খুলনার কদমতলা ও সোনাডাঙ্গার পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পরে গত শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও খুলনার আড়তে মঙ্গলবার (৫ জানুয়ারী) গাড়ি পোঁছায়। প্রথম দিনে নগরীর সোনাডাঙ্গাস্থ পাইকারী আড়তে ২ গাড়ি (৫ থেকে ৬ টন) পেঁয়াজ আসে। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরুর পরে দেশি পেঁয়াজের দাম আকস্মিক ৭ থেকে ৮ টাকা বেড়ে গেলেও গাড়ি প্রবেশ করলে পুনরায় দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারী আড়তে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। ভারতীয় পেঁয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৩ টাকা। খুচরা বাজারে এখনো দেখা যায়নি। পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা না থাকায় ক্রেতাদের আগ্রহের কমতি রয়েছে।
আরও পড়ুন: দেশি পেঁয়াজের দাম আবারও বাড়ালো আড়তদাররা
খুলনার কদমতলা আড়তের পাইকারী ব্যবসায়ী মেসার্স সোহেল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী তাজুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, দেশি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি করছি। আর ভারতীয় পেঁয়াজ এখনও কমদতলা আড়তে ঢুকে নাই।
নগরীর সোনাডাঙ্গাস্থ পাইকারী আড়তের সোনালী বাণিজ্য ভান্ডারের ম্যানেজার মোঃ তহিদুল ইসলাম খুলনা গেজেট বলেন, ভারতীয় পেঁয়াজ আজ হাতে পেয়েছি। তবে দাম বেশি থাকায় ভারতীয় পেঁয়াজের প্রতি ক্রেতাদের কোন আগ্রহ নাই। তিনি আরো বলেন, ২/৩ দিনের মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে।
পাবনা বাণিজ্য ভান্ডারের সত্ত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম কাজল বলেন, ভারতীয় পেঁয়াজ একশ’ বস্তা (১ টন) হাতে পেয়েছি। দেশি পেঁয়াজ ৩০ ও ভারতীয় ৪২/৪৩ টাকায় বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজের প্রতি ক্রেতাদের আগ্রহ নাই।
খুলনা গেজেট/এনএম