বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)সকাল ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে চালনা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন শুরু হয়। বিভিন্ন ইউনিয়ন এবং চালনা পৌরসভা থেকে দলে দলে মিছিল সহকারে আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মাঠে উপস্থিত হতে থাকেন। সকাল ১২টা নাগাদ হাজার হাজার মানুষের ভিড়ে স্কুলের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পরে জেলা ও কেন্দ্রীয় নেতারা এলে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম অধিবেশনের কাজ শুরু হয়। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেন। উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। উপজেলা আওয়াম ীলীগের কার্যবিবরনী পাঠ করে শোনান সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া ঝর্না সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী, খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল।
দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিত্ব সোহরাব হোসেন সানার সভাপতিত্বে চালনা এম.এম কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় শেখ আবুল হোসেনকে সভাপতি ও বিনয় কৃষ্ণ রায়কে সাধারন সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করা হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি শেখ যুবরাজ ও ১নং সদস্য সাবেক এমপি ননী গোপাল মন্ডল ও ২নং সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের নাম ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/কেডি