খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ ২০৪১ ভিশন রুপকল্প এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ২০৪১ ভিশন রুপকল্প এর উপর আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মর্তুজা খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার। মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পরিতোষ রায়, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আঃ কাদের, যুবউন্নয়ন কর্মকর্তা শেখ মাহাবুব রহমান, সমবায় কর্মকর্তা প্রনয় রঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা অহেদ আলী, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভঁইয়া, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক এসএম, মামুনুর রশিদ, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, পরিসংখ্যান কর্মকর্তা গোষ্ট কুমার দাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র/ছাত্রী, উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস উপজেলা মাঠে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’২০২১ এ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে ২৩টি স্টলের সমন্বয়ে দুইদিনের শেষ দিনের মেলার স্টল পরিদর্শন করেন। সন্ধ্যায় মাঠ চত্বরে দেশি-বিদেশি শিল্পিদের মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
খুলনা গেজেট/ টি আই