খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দাকোপে ২০০ গৃহহীন পেল দলিলসহ বাড়ি

দাকোপ প্রতিনিধি

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পুনর্বাসন কার্মসূচীর আওতায় দাকোপ উপজেলায় ২য় ধাপের ২০০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও বাড়ি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। এসময় দাকোপ উপজেলা অডিটোরিয়ামে উপকোরভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টুবিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবদুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুলহোসে, সাধারণ সম্পাদক বিনয়কৃষ্ণ রায়, দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা ভাইস চেযারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজ্জাম্মেল হক নিজামী, উপজেলা প্রকৌশলী ননীগোপাল দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক সোহেল আহমেদ, প্রথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, যুবউন্নয়ন কর্মকর্তা মাহবুব রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ ইউপি সদস্যগন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ২০০ টি উপকারভোগী উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!