খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

দাকোপে হরিণের মাংস ও পিলারসহ আটক ৩

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় হরিণের মাংস ও সীমানা পিলারসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর পৃথক-পৃথক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সেকেন্দার আলীর নেতৃত্বে একদল পুলিশের সদস্য উপজেলার কৈলাশগঞ্জন ইউনিয়নের রামনগর গ্রামের ধোপাদী গেটের পার্শ্বে গতকাল দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ওই গ্রামের পাকা রাস্তার ওপর থেকে হাতেনাতে সাড়ে চার কেজি হরিণের মাংস ও মোচাকৃতির একটি সীমানা পিলারসহ তিনজনকে আটক করে।

আটকেরা হলেন চট্টগ্রামের জোয়ারগঞ্জ (পুরাতন মিরসরাই) থানার বরাইয়া গ্রামের মৃত মুন্সি মোস্তফার ছেলে রুহুল আমিন ভুইয়া, রাঙ্গামাটির নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে আব্দুস সোবাহান(৬৫) ও খুলনার দাকোপ থানার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর উত্তরপাড়া গ্রামের মৃত জিতেন্দ্রনাথ রায়ের ছেলে কুমারেশ রায় (৫৫)।

পুলিশ জানায়, আসামিরা একটি পলিথিনের ব্যাগে মোড়ানো হরিণের কাঁচামাংস ও মোচাকৃতির পিলার কাছে নিয়ে মোটরসাইকেলযোগে নিয়ে যাওয়া সময় হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনের ১৯৮৭ সালের ২৬ (১) ক (চ) তৎসহ ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনের ৩৭/৪১ ধারামতে দাকোপ থানায় মামলা দায়ের হয়। এছাড়া আসামীদের কাছে পিলার পাওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) (১) ধারামতে মামলা হয়েছে।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!