খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দাকোপে স্বল্প আয়ের ৬শ’ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে চালনা পৌরসভা ও তিলডাংগা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের ৬শ’ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার আফিস সুত্রে জানাযায়, খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদারের নির্দেশনায় দাকোপ উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা প্রশাসন ৷ এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পযন্ত চালনা পৌরসভা ও তিলডাংগা ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের ৬শ’ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ রাশেদ হাসান,  চালনা পৌরসভার মেয়র সনাৎ কুমার বিশ্বাস , দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, দাকোপ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান খাদিজা আকতার প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!