খুলনার দাকোপে সরকারি চাল চুরি করে নিজ হেফাজতে রাখার অপরাধে দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা সাড়ে ১টায় দিকে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কামনিবাসিয়া এলাকার অধির মন্ডলের ছেলে বিভাষ মন্ডল (৩৫) ও সত্যপির এলাকার সরোজিত সানার ছেলে আশুতোষ সানা (৪৫)।
এ সময়ে ৩৬০ কেজি চালসহ একটি ইঞ্জিন ভ্যানও জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কামনিবাসিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) ফারুক হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছে। যার মামলা নম্বর ১৩।
এ ব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা পর বুধবার তাদেরকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এছাড়া চালনা পৌরসভার টিটা পল্লী এলাকার নিয়মিত মামলার আসামী জলিল সরদারের ছেলে টুটুল সরদার ও ইউসুফ শেখের ছেলে শাকিল শেখকেও আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম