খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

দাকোপে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মানববন্ধন ও সভা

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ইউএসএআইডির অর্থায়নে ইউকেএইড ও কাউন্টার পার্ট বাংলাদেশ-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর এই আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফর্মের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দাকোপ উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি কর্মকর্তা রুবাইয়াত আর আজাদ, তথ্য কর্মকর্তা শারমিন তানজিন, পৌর কাউন্সিলর এসএম আব্দুল গফুর, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মণ্ডল, সমাজকর্মী লিপিকা বৈরাগী ও দাকোপ অপরাজিতা নেটওয়ার্কের নেত্রীরা।

সভা শেষে প্রকল্পের উদ্যোগে ও দাকোপ অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের জিবিভি প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো. আব্দুল হালিম ও অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ মণ্ডল।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!