দাকোপে রুপান্তরের বাস্তবায়নে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে(জিবিভি) উপজেলা প্লাট ফর্ম সদস্যদের নিয়ে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় উএসএইড’র অর্থায়নে ইউকেএইড ও কাউন্টার পার্ট ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে উপজেলা বিআরডিবি মিলনায়তনে(জিবিভি)নারীর প্রতি সহিসংসতা প্রতিরোধে দাকোপ প্লাটফর্মের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় দাকোপ প্লাটফর্মের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এসএম আঃ গফুর সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন প্লাট ফর্মের যুগ্ম সম্পাদক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, লিপিকা বৈরাগী, পৌর কাউন্সিলর হাসিনা বেগম, আমোদিনী রায়, নাসিমা বেগম, শিক্ষক মিন্টু সরদার, পার্থ অধীকারীসহ জিবিভি’র সদস্যবৃন্দ। সভাটি সার্বিক সহায়তা করেন রুপান্তরের কুমারেশ মন্ডল।