খুলনার দাকোপ উপজেলায় পশুর নদের চরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চর বনায়ন করা হয়েছে। চর বনায়নের উদ্বোধন করেন সংরক্ষিত নারী-৩০ (খুলনা-বাগেরহাট) আসনের সাংসদ অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। গত বৃহস্পতিবার উদ্বোধনের পর গেল দু’দিনে আরো গাছ লাগানো হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েস্কা ইন্টারন্যাশনাল (আইডিবি) জাপান বাংলাদেশের অর্থায়নে উপজেলা প্রশাসনের সহযোগীতায় রূপসা সংস্থা ‘চর বনায়ন প্রকল্প’ বাস্তবায়ন করছেন। পশুর নদের পাড়ে প্রায় ২০ কিলোমিটার জায়গায় বনটির উদ্বোধনের আয়োজন করে রূপসা সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে বনের নাম ‘বঙ্গবন্ধু ম্যানগ্রোভ ফরেষ্ট’ নামে ঘোষণা দেন সাংসদ গ্লোরিয়া ঝর্ণা সরকার।
গ্লোরিয়া ঝর্ণা বলেন, সামাজিক এই বন গড়ে তোলা হয়েছে নদীতে জেগে ওঠা চরে। মূলত নদীভাঙন রোধ, উপকূলীয় এলাকায় সবুজবেষ্টনী গড়ে তোলা, ঝড়-জলোচ্ছ্বাস থেকে এলাকা রক্ষা, সরকারি জমি অবৈধ দখলদারমুক্ত রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পশুপাখির আবাসস্থল গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয়ভাবে জ্বালানির চাহিদা মেটানো ও ঘরবাড়ি নির্মাণ করার জন্য বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
এতে জুম অ্যাপসের মাধ্যমে সংযুক্ত হন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল ওয়াদুদ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মণ্ডল, ওয়েস্কা ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি হামিদুল হক মানিক, রূপসা সংস্থার ফিরোজা খাঁনম, অনুপ মণ্ডল, আজিজুর রহমান ও অভিজিৎ বিশ্বাসসহ আরও অনেকে।
খুলনা গেজেট/এআইএন