“বঙ্গবন্ধুর জন্মদিন শিশুর হৃদয় হোক রঙ্গিন”এই প্রতিপাদ্য বিষয়কে সামনের রেখে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মুর্যালে মাল্যদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কার্যলয়ের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারী দপ্তর ও সামাজিক –সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
১০টায় উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আলোচন সভা শুরু হয়। সভায় বক্তব্য করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মর্তুজা খান। ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, গৌরপদ বাছাড়, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেন, অধ্যক্ষ অসিম কুমার থান্দারসহ বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ, রাজনৈতিক-সামাজিক, সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খুলনা গেজেট/ টি আই