বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দাকোপ উপজেলায় ৯টি এলাকায় ওয়াবদা বেড়িবাঁধ ভেঙে পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবার।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখা সুত্রে জানাযায়, প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের প্রভাবে সুতারখালী ইউনিয়নে ওয়াবদার বাহিরে বসবাসরত কালাবী ৮- ৯ নং ওয়ার্ডের ৫০০পরিবার। ৩-৪ নং ওয়ার্ডে ১৫০ পরিবার। নলিয়ান ৫ নং ওয়ার্ডে ২৭৫ পরিবার এবং ৬ নং ওয়ার্ডের ২০৫ পরিবার সহ মোট ১১৮০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ।
কামারখোলা ইউনিয়নের কালিনগর বাজারে ২২০ পরিবার, জালিয়াখালী ৪৬ পরিবার সহ মোট ২৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানখালী ইউনিয়নে লক্ষীখোলা পিচের মাথা, জাবেরের খেয়াঘাট, পুরাতন ফেরীঘাট, মৌখালী এবং খোনা ওয়াবদার বাহিরে ২১০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৈলাশ গঞ্জইউনিয়নে ওয়াবদার বাহিরে ৩২ টি, বাজুয়া ইউনিয়নে ৫৫টি, লাউডোব ইউনিয়নে ১৫ টি, দাকোপ ইউনিয়নে সাহেবের আবাদ গ্রামে ১০ টি, এছাড়া চালনা পৌরসভার ওয়াবদার বাহিরে বসবাসরত ২০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বানিশান্তা ইউনিয়নে বানিশান্তা বাজার, ব্রথেল, রেখারী ওয়াবদার বাহিরে বসবাসরত ৪৫০টি পরিবার।
এদিকে তিলডাংগা ইউনিয়নের বটবুনিয়া বাজার, ঝালবুনিয়া, আঁধার মানিক, আড়াখালী, গাইন বাড়ি ওয়াবদার ভেড়িবাঁধ উপচে পানি প্রবেশ করেছে।
খুলনা গেজেট/ এস আই