দাকোপ উপজেলায় স্হানীয় সরকার বিভাগের উদ্যোগে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেটচেঞ্জে(লজিক) প্রকল্প উপজেলাপর্যায়ে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের সমন্বয়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাসর্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি ছিলেন খুলনা স্হানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আকতার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোতুর্জা খান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, জনস্বাস্থ্য প্রকৌশল জয়ন্ত মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুবউন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুব হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কাদের, রনজিত কুমার মন্ডল, মাসুম আলী ফকির, সুদেব কুমার রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, লজিক জলবায়ু পরিবর্তনের জেলা সমন্ময়কারী ফয়সাল আহমেদ, লজিক জেলা কোডিন্টের আসাদুল রহমান আসাদ, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জিও, এনজিও, প্রতিনিধিগন।