দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে জন সচেতনতার সৃষ্টির জন্যে প্রচার প্রচারণার অংশ হিসেবে বিশেষ
প্রচার অভিযান আনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদর চালনা পৌরসভার গুরুত্বপূর্ণ বাজার ওসড়ক সমুহে জনসচেতনতা সৃষ্টির জন্যেই বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা মিন্টু বিশ্বাস, দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভুমি মোতুজা খান, দাকোপ থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, দাকোপ থানা পুলিশ পরিদর্শক তদন্ত স্বপন কুমার রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকতা, সিপিবি ও সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/এনএম