খুলনার দাকোপের ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের (মেম্বর) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস এ শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার ২৭টি সংরক্ষিত ওয়ার্ডের নারী ও ৮১টি সাধারণ ওয়ার্ডের সদস্যরা।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আ‘লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মিহির কুমার মন্ডল, মাসুম আলী ফকির, পঞ্চানন মন্ডল, মানষ মূকুল রায়, সুদেব কুমার রায়সহ আরো অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শেখ আব্দুল কাদের।
খুলনা গেজেট/এনএম