ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুস সালাম মহলদারকে শোকজ করেছে খুলনা জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাকে শোকজ করা হয়।
বুধবার (১২ মার্চ) জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। কেনো তাকে দলীয় ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হবে না কারণদর্শাও নোটিশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, গত ১১ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনটির অভিযোগ সত্য প্রমাণিত হলে আব্দুস সালাম মহলদার দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলীয় আর্দশ ভঙ্গের শামিল অপরাধ করেছেন। ফলে কেন দলীয় পদ, প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হবে না তা এ নোটিশ পাওয়ার দুইদিনের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত জবাব দপ্তর সেলে জমা দিতে নির্দেশনা দেয়া হয়।
খুলনা গেজেট/ টিএ