খুলনায় দর্জি প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসূচির আওতায় দলিত সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে এসব নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ইউএনডিপির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত প্রকল্পটি বাস্তবায়ন করেছে।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় নগরীর মহেশ্বপাশাস্থ সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেসিসি ৩ নং ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতার শিরীন ময়না, দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, খুলনা সম্প্রীতি ফোরামের আহ্বায়ক মিসেস সিলভি হারুন, খুলনা দলিত ঐক্য পরিষদের সভাপতি কালী পদ দাস, সংস্থার প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, সংস্থার অ্যাডভোকেসি অর্গানাইজার সাগরিকা দাস প্রমুখ।
এছাড়া সংস্থা ও প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন সংস্থার মনিটরিং অফিসার ইসরাত নুয়েরী হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার এইচ ও পি বিকাশ কুমার দাস।
৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণে দলিত ইয়ূথ গ্রুপের ২০ জন দলিত নারী প্রশিক্ষণ গ্রহণ করেন । খুলনার দিঘলিয়া, ডুমুরিয়া এবং পাইকগাছা উপজেলার দলিত সম্প্রদায়ের নারীরা এ প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/ টি আই