খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

দখিনার পারিবারিক মিলনমেলা ও পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক

খুলনার জন ও সমাজকল্যাণমূলক সংগঠন দখিনার পারিবারিক মিলনমেলা ও দখিনা পদক প্রদান অনুষ্ঠান আজ শনিবার দুপুরে ডুমুরিয়া থানাধীন আমভিটায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও খুলনা জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট হেমন্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মণ্টু। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইসরাইল হোসেন ও জাহানাবাদ সী ফুডস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা।

অনুষ্ঠানের শুরুতেই দখিনার পদক প্রদান ও পারিবারিক মিলনমেলা উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘দখিনা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৭ গুণী ব্যক্তিকে দখিনা পদক ২০২০ প্রদান করা হয়। এ বছর যারা পদক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল হাকিম, শি যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক মিনু মমতাজ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক প্রকৌশলী হরেন্দ্রনাথ মন্ডল, খুলনার প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ ইয়াছিন আলী সরদার, মিনারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মিকাইল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন পদক মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও নৌ-পরিবহণ মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু। দখিনার সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দখিনার সহ-সভাপতি কবি মুর্শিদা আক্তার রনি, এস এম আকবার হোসেন, অধ্যাপক সেলিনা বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খোকন, জি এম ইউনুস আলী, প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, সাংবাদিক শেখ দিদারুল আলম, দপ্তর সম্পাদক জি এম মঈন উদ্দীন, আলহাজ্ব জাহিদ হাবিব, সাংবাদিক আব্দুল আজিজ, মিনা অছিকুর রহমান দোলন, নাজমুল হক খোকন, রেহানা পারভীন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!