খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা ও দোয়া

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অগ্রগতি ও সৃজনশীলতার মূখপাত্র হবে ‘খুলনা গেজেট’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক 

‘খুলনা গেজেট’ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অগ্রগতি ও সৃজনশীলতার মূখপাত্র হবে বলে মন্তব্য করেছেন পত্রিকার সাথে সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১৩ জুলাই) খুলনা গেজেটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল আলোচনায় এ আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বিভিন্ন ইস্যুতে আমরা সবার আগে সঠিক তথ্য তুলে ধরতে পেরেছি। এ কারণে আমরা পাঠকপ্রিয়তা পেয়েছি। আমরা খুলনার করোনা সংক্রমণ রোধে জীবনের ঝুঁকি নিয়ে সাহসী ভূমিকা নিয়েছি। প্রাকৃতিক দূর্যোগ, দাবদাহ, আম্ফান, ইয়াসের মতো দুঃসময় সচিত্র প্রতিবেদন বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি। এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ক্রীড়া, অর্থনৈতিক অগ্রগতি, মংলা বন্দরের সমৃদ্ধি, সুন্দরবনের ঐতিহ্যধারণ করতে আগামী দিনে আমরা ভূমিকা রাখবো বলে আশাবাদী।

এদিকে বাদ মাগরিব খুলনা গেজেট কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশকে করোনা মুক্ত, দেশের সুখ, শান্তি ও অগ্রগতি কামনা করা হয়। এক বছর বয়সী অনলাইন খুলনা গেজেটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। এক বছরের সফল অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা হয়। সম্পাদক মোঃ মাহমুদ আহসানের সুস্থতা কামনার পাশাপাশি প্রবীণ সাংবাদিক সাহাবুদ্দিন আহমেদ ও যুগান্তরের ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ ও খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান।

খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক মোঃ মিলনের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা মো. রুহুল কুদ্দুস, নিজস্ব প্রতিবেদক যশোর জাহিদ আহমেদ লিটন, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট মাকসুদুল হক, নিজস্ব প্রতিবেদক নড়াইল আসাদুর রহমান, দিঘলিয়া প্রতিনিধি একরামুল হক লিপু, কয়রা প্রতিনিধি নিতিষ সানা, ফুলতলা প্রতিনিধি প্রভাষক নেছার উদ্দীন, কপিলমুনি প্রতিনিধি অলিউল্লাহ, চিতলমারী প্রতিনিধি সেলিম সাগর, মোংলা প্রতিনিধি বিএম ওয়াসিম আরমান, রামপাল প্রতিনিধি মেহেদী হাসান, হরিণাকুন্ডু প্রতিনিধি মোস্তাক আহমেদ, চৌগাছা প্রতিনিধি মোহিদুল হক। কোলকাতা থেকে সংযুক্ত ছিলেন নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সাদউদ্দিন।

এছাড়া খুলনা অফিস থেকে কর্মসূচিতে অংশ নেন নিজস্ব প্রতিবেদক নিপা মোনালিসা, মো. তরিকুল ইসলাম, কামাল মোস্তফা, মেহেদি হাসান বাপ্পি, এস এম জাহিদুল ইসলাম, শেখ সাজ্জাদুল ইসলাম, মনিরুল ইসলাম সাগর, আব্দুল আওয়াল প্রমুখ।

দোয়া মাহফিলে সাংবাদিকরা ছাড়াও সহযোগি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন আরাফাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!