খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

থার্টি ফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে যশোরে পুলিশি ব্যাপক অভিযান

যশোর প্রতিনিধি

থার্টি ফার্স্ট নাইটে মদ্যপ, ফটকাবাজ ও বেপরোয়া বাইকারদের রুখতে যশোর শহরে ব্যাপক পুলিশি মহড়া চলছে। রাত সাড়ে দশটা থেকে শহরের ব্যস্ততম এলাকায় পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। এসব এলাকার মধ্যে দড়াটানা, হাসপাতাল মোড়,জেলখানা মোড়, চৌরাস্তা, চিত্রা মোড়, মণিহার এলাকা,পালবাড়ি, নিউ মার্কেট বাসস্ট্যান্ড,শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল,চাঁচড়া চেকপোস্ট, ধর্মতলা, ঝুমঝুমপুর, ঢাকা রোড,শেখহাটি হাইকোর্ট মোড়সহ কয়েক ডজন স্পটে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় বেপরোয়া গতিতে চলা বাইকারদের ধরে মামলা দিয়েছে। জব্দ করা হয়েছে ৩০ টি মোটরসাইকেল। এক ডজন উঠতি মদ্যপ যুবককে আটক করে থানা চত্বরে কান ধরে উঠবস করিয়েছে পুলিশ। কোতোয়ালি থানা পুলিশ,জেলা গোয়েন্দা শাখা ও ট্রাফিক পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। শহরের কয়েকটি আবাসিক ও বড় খাবার হোটেলের সামনে ছিল পুলিশি নজরদারি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বরদাস্ত করা হবে না। মদ খেয়ে মাতলামি চলবে না। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো যাবে না। পটকা বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারবেনা কেউই। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযান চলমান রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!