ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের জনগনের সাহাযার্থ্যে ও খুলনা বিএনপির ত্রাণ কমিটির ত্রাণ কার্যক্রমে বাধাদান, হামলা, গ্রেপ্তারের হুমকি, অশালিন ও অকথ্য ভাষায় গালিগালাজ, নামাজ আদায় করতে না দেয়া এবং দুই ত্রাণকর্মীকে পিটিয়ে মারাত্মভাবে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা আইনজীবী সমিতির ১০১ জন বিজ্ঞ আইনজীবী।
মঙ্গলবার (১৫ জুন) এ লিখিত বিবৃতিতে আইনজীবীগন উল্লেখ করেন, সৃষ্ঠ ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও নাগরিক স্বাধীনতা পরিপন্থি। অভিযুক্ত আইন শৃঙ্খলাবাহিনীর কতিপয় সদস্য গত ১২ জুন খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে শত শত কিঃ মিঃ বাঁধ ভেঙ্গে গৃহহীন, নিরন্ন ৫৫০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচিতে বাধা ও হামলা করে যে নিকৃষ্ট ও নির্দয় আচরণ করেছেন তাতে রাষ্ট্রীয় পুলিশবাহিনীর সুনাম ও মর্যাদা ভুলুন্ঠিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসকের অনুমতির পর এধরনের আচরণ রাষ্ট্র ও সরকারের অমর্যাদা ও অভ্যন্তরীণশৃঙ্খলা লঙ্ঘন, যা অমার্জনীয় এবং শাস্তিযোগ্য। নেতৃবৃন্দ আরো বলেন, যুদ্ধচলাকালিন যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্যে ত্রাণ কার্যক্রম চালাতে প্রয়োজনে যুদ্ধ বন্ধ রাখা হয় এবং ওই সময় হামলা করা হয় না। অথচ উল্লেখিত নগন্য হামলা বেদনাদায়ক ও অমানবিক আচরণ। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার নেতৃত্বে পরিচালিত খুলনা বিএনপির ত্রাণ কার্যক্রম সকল সময়ের সাহায্য অত্যান্ত প্রশংসিত ও নাগরিক নেতৃতের গুনাবলী সমৃদ্ধ। তাদের কর্মকান্ড রাজনৈতিক গন্ডি পেরিয়ে মানবতার সেবায় উৎসর্গকৃত। সেখানে কয়রা থানার কতিপয় পুলিশ সদস্য তাদের বহরে হামলা করে অশ্লিল ভাষায় গালিগালাজ, লাঠি উচিয়ে মারতে ঔদ্যত হওয়া খুলনাবাসির জন্য অসম্মানের। সেখানে উপস্থিত খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ভাষাসৈনিক এড. বজলুর রহমান ও এড. ফজলে হালিম লিটনকে নাজেহাল করতে ছাড়েনি দারোগা মিন্টুসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
খুলনা জেলা আইনজীবী সমিতির ১০১ সদস্য গত ১২ জুন কয়রা ও পাইকগাছায় বিএনপির ত্রাণ কার্যাক্রমে বাধাদান, অশালিন আচারণ, দুর্ব্যবহার, নামাজে বাধাদানের ঘটনার মুলহোতা দারোগা মিন্টু ও সাইফুলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভবিষতে মানবিক ও ত্রাণ কার্যক্রমে কেউ যাতে বাধাসৃষ্টি না করতে পারে তাহার আহবান জানিয়েছেন।
বিবৃতিদারা হলেন, এড. গাজী আব্দুর বারি, এড. এম বজলুর রহমান, এড. আব্দুল মালেক, এড. আব্দুল্লাহ হোসেন, এড. শেক আব্দুল আজিজ, এড. মোহাম্মাদ ইউনুস, এড. এস আর ফারুক, এড. মোমরেজুল ইসলাম, এড. বেগম আক্তার জাহান রুকু, এড. মোল্লা গোলাম মওলা, এড. এস এম মুজিবুর রহমান, এড. ইমামুল হক, এড. সিরাজুল ইসলাম, এড. স্বর্ণা দাশ, এড. মামুনুর রশিদ, এড. তাছলিমা খাতুন ছন্দা, এড. মো. আব্দুল মাজেদ, এড.শফিকুল ইসলাম, এড. শ্যামল কান্তি, এড. এস এম তৌহিদুজ্জামান, এড. সোহেল রানা মোল্লা, এড. হুমায়ুন কবির, এড. মঈন উদ্দিন, এড. এস এম রুহুল আমিন, এড. সৈয়দ এহতেশামুল হক জুয়েল, এড. শহিদুল ইসলাম, এড. মুঞ্জিল আলম, এড. মিজানুর রহমান হাওলাদার, এড. মোশারেফ হোসেন, এড. খান আসাদুর রহমান লিটন, এড. শফিকুল ইসলাম, এড. আবু ইউসুফ মোল্যা, এড. মহসিন মোল্যা, এড. মহসিন চৌধুরী, এড. মোল্যা হাবিবুর রহমান, এড. জয়দেব সরকার, এড. সেলিম সেখ, এড. সৈয়দ মনিরুজ্জামান, এড. বজলুর রহমান রাজা, এড. মাহাবুবুর রহমান, এড. মোঃ কামরুজ্জামান, এড. মোঃ আলমগির, এড. আলকাস হোসেন, এড. রব খান, এড. সায়েদ হোসেন, এড.আলাউদ্দিন খান, এড. কানিজ ফাতেমা আমিন, এড. মাসুদ হোসেন রনি, এড. নুরুল হাসান রুবা, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এড. মোল্যা মাসুম রশিদ, এড. ত্রীদ্বিপ কুমার মন্ডল, এড. কাজি খালিদ হাসান জনি, এড. আলকাস হোসেন শেখ, এড. লাভলি শেখ, এড. এম এ হামিদ, শেখ মনিরুদ্দিন, এড. স.ম, আজাহার, এড. আবু হোরায়রা সোহেল, এড. মাসুদুর রহমান রানা, এড. এস এম মহিতুর রহমান, এড. শাকিরা ফেরদৌস, এড. সাবিনা ইয়াসমিন, এড. ফারুক শিকদার, এড. আব্দুল হক এসকেন্দার, এড. মোল্যা মশিউর রহমান নান্নু, শেখ রফিকুজ্জামান, এড. কামাল হোসেন, এড. জিল্লুর রহমান খান, এড. আসলাম হোসেন, এড. ওমর ফারুক, এড. সরফরাজ হিরো, এড. রেজাউল ইসলাম, এড. ইয়াসিন বিন সত্তার, এড. ফারজানা হক, এড. আনিসুর রহমান প্রমুখ। প্রেস রিলিজ।
খুলনা গেজেট/ এস আই