মোংলা পৌর শহরের জয়বাংলা এলাকার বাসিন্দা মোঃ সেলিম। জীবন যুদ্ধে হার না মানা এক সৈনিক। নিত্যান্ত গরীব পরিবারের সদস্য হওয়ায় লেখাপড়া তেমন করতে পারেনি। ছোট থেকেই মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন জীবন-জীবিকার সন্ধানে।
তিন বছর আগে নিজের জমানো কিছু টাকা দিয়ে ভাগ্যের চাকাকে ঘুরাতে ক্রয় করেন একটি তোতাপুরি ছাগল। সেই থেকে ছাগল লালন পালন করে বর্তমানে তিনি ৮টি তোতাপুরি ছাগলের মালিক। ছাগলের খাবারের সন্ধানে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ভাতের মার ও রাস্তায় ফেলে দেওয়া কলার খোসা সংগ্রহ করেন তিনি। একইসঙ্গে বিভিন্ন জায়গা থেকে ঘাস কেটে এনে ছাগলের খাবারের চাহিদা পুরণ করেন সেলিম।
সেলিম জানান, ছাগলের বচ্চাগুলো তাদের মায়ের পেটে থাকা অবস্থাতেই বিক্রয় হয়ে যায় ২০ হাজার টাকা দামে। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে ছাগলের ছানা কিনতে। কিন্তু করোনার কারণে আমি এখন অনেক সমস্যায় আছি। তাই লাল চাঁনকে কোরবানির সময় বিক্রি করে দিতে চাই।
কান্না জড়িত কন্ঠে সেলিম বলেন, লাল চাঁনকে বিক্রি করতে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ লাল চাঁনকে আমি সন্তানের মতো করে লালন পালন করেছি। ওকে আমি খুব ভালোবাসি। ওর কাছে আসলে ও আমার গালে চুম্বন করে গাঁ ঘসতে থাকে।
লালচাঁনের দাম জানতে চাইলে সেলিম জানান, ৪০ হাজার টাকা হলে লাল চাঁনকে বিক্রি করবো। আর সেই টাকা দিয়ে অন্য ছাগলগুলোর জন্য একটি ভালো বসবাসের জন্য ঘর তৈরি করবো।
সেলিম বলেন, ছাগল পালন করে আগের চাইতে আমি অনেক ভালো আছি। তবে ছাগলের খামার করা আমার খুব সখ। সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমি একটা খামার করতে পারতাম।