নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে তাল মিলিয়ে বাড়ল ব্রয়লার সহ সোনালি, কক, সাদা লেয়ার মুরগির দাম। কেজিতে বেড়েছে ১০-৩০ টাকা। ডিমও হাফ সেঞ্চুরি অতিক্রম করেছে।
কয়েকদিন আগে সাদা লেয়ার ছিল খুচরা প্রতি কেজি ২২০ টাকা, যার বর্তমান মূল্য ২৩০ টাকা। একইভাবে সোনালি ২৬০ টাকা থেকে ২৮০ টাকা, কক ২৩০ থেকে ২৭০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৫৫ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে।
শুধু মুরগি নয়, দাম বেড়েছে ডিমেরও । কয়েকদিন আগে ডিম প্রতি হালি ছিল ৩৬ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫২ টাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করছেন ব্যবসায়ীরা।
রূপসা বাজারের আল্লাহর দান মুরগি হাউজ এর মালিক মোঃ মনির হোসেন বলেন, জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে, আমাদের পরিবহন খরচও বেড়েছে। তাই মুরগির দাম বাড়াতে হচ্ছে।
অন্যদিকে জোড়াকল বাজারের উৎসব এন্টারপ্রাইজ এর মালিক মোঃ ফয়সাল হোসেন বলেন ডিম এর দাম ওঠা নামা করে এটা স্বাভাবিক। কিন্তু সম্প্রতি ডিম ৫২ টাকা হালি হয়েছে, এটা আসলেই অস্বাভাবিক। বর্তমানে পরিবহন ভাড়া বাড়ার কারণে মুরগির খাবারের দামও বেড়েছে। যার জন্য ডিমের দামও বৃদ্ধি পেয়েছে।
মোঃ সাইফুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে ঠিকই, কিন্তু আমাদের আয় বাড়ছে না। ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ পড়েছে বেশি সমস্যায়। তিনি আরও বলেছেন, তেলের দাম বাড়ার কারণে সব জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত সরকারের।
খুলনা গেজেট / আ হ আ