তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের কৃষক মোঃ লুৎফার চৌহদ্দির টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে দুই লক্ষাধিক টাকা মূল্যের দু’টি দুধেল গাভী মারা গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে মূল লাইন থেকে মিটারের লাইনের তারে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেইন লাইনের তারে আগুন ধরে লুৎফারের ঘর বিদ্যুতায়িত হয়। ঘরের সাথেই গাভী দু’টি বাঁধা ছিল। গাভী দু’টি হঠাৎ ডেকে উঠায় গরুর মালিক এবং স্থানীয়রা এগিয়ে আসে। ঘরের বেড়াতে আগুন ধরায় তারা বুঝতে পারে ঘর বিদ্যুতায়িত হয়েছে এবং গাভী দুটিও বিদ্যুতায়িত হয়ে যায়।
গাভীর মালিক লুৎফর বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারিনি। আমরা অনেক বার বিদ্যুৎ অফিসে কল দিয়েছি তারা ফোন ধরেনি। এই তারে প্রায়ই আগুন ধরে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু তারা কখনো ঠিক করতে আসেনি।’ আমার সবকিছু শেষ হয়ে গেছে- বলে তিনি বিলাপ করতে থাকেন।
এ ব্যাপারে উপজেলা অভিযোগ কেন্দ্রের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার দিগেন্দ্রনাথ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমরা বিদ্যুৎ বন্ধ করে গিয়েছি।’
খুলনা গেজেট/এনএম