খুলনার তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে শহীদ সরফরাজ এর হত্যাকারি কেয়ামুদ্দিন রাজাকারের ছেলে মান্নান সরদার অভিভাবক সদস্য পদে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছে। আগামী ২ এপ্রিল বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটির নির্বাচন।
শহীদদের নামের শিক্ষা প্রতিষ্ঠানে (যেখানে শহীদ সরফরাজ এর ছবি সংরক্ষিত) শহীদ সরফরাজ এর হত্যা কারির ছেলে নির্বাচন করাতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রাজাকার পুত্রের এই দুঃসাহসের পিছনে কার কার মদদ রয়েছে তা ক্ষতিয়ে দেখে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
শহীদদের রক্তের পবিত্রতা রক্ষার্থে অনতিবিলম্বে নির্বাচন হতে তাঁকে সরে যাওয়া উচিত বলে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেন।
উপরোক্ত ঘটনায় তেরখাদা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল স্বপক্ষের শক্তিদের গড়ে উঠা বিশাল মানব বন্ধন ও সকল আন্দোলনের প্রতি খুলনা জেলা আওয়ামী লীগ পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।
উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারীসহ সকল নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই