মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ ৬৬ বিএনপি নেতার জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমাবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: রেজাউল হক ও মো: ইমরুল কায়েসের দ্বৈত বেঞ্চ তাদের এ আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষে আইনজীবী ছিলেন এড. নিতাই রায় চৌধুরী ও মিজানুর রহমান খান মিলন।
আদালতে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল আলম খান নান্নু।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা জানান, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ কর্মসূচীকে বানচাল করতে খুলনার থানায় থানায় পুলিশ মামলা দায়ের করে। ওই সময় পুলিশী অভিযানে প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার হন।
তিনি বলেন, মামলার এজাহারনামীয় আসামীরা উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে ২৫ জানুয়ারী খুলনার জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। সোমবার তাদের জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হলে স্থায়ী জামিন মঞ্জুর হয়।
জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক মাহবুব হাসান পিয়ারু, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, যুবদল জেলা সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, নগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, শ্রমিক দলের নগর সদস্য কাজী শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদর থানা আহবায়ক খায়রুজ্জামান সজীব সহ ৬৬ জন।
খুলনা গেজেট/ এসজেড