খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

তা’লীমুল মিল্লাত মাদরাসার গোল্ডেন জুবিলী ও রি-ইউনিয়ন শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ঐতিহ্যবাহী তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন শুক্রবার মাদরাসা চত্বরে অনুষ্ঠিত হবে। ফজর বাদ খতমে কোরআন উপলক্ষে দোয়া মাহফিল ও র‌্যালীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, বেলুন ও পায়রা উড়িয়ে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

উদ্বোধন শেষে দাতা সদস্য আলহাজ্ব এমদাদুল হক খালাসির স্বাগত ও অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউাদের উদ্বোধনী বক্তব্যের পর স্মরণিকার মোড়ক উম্মোচন হবে। এরপর গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদানের পর অতিথিদের বক্তব্যের মধ্যদিয়ে প্রথম অধিবেশনের ইতি ঘটবে।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ(আহসান সাইয়েদ)। এতে সভাপতিত্ব করবেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং মোনাজাত পরিচালনা করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সালেহ।

বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে শুরু হবে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা রি-ইউনিয়ন। চলবে এশার নামাজের আগ পর্যন্ত। সেখানে প্রাক্তনদের স্মৃতিচারণমূলক বক্তব্যের পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আসরের নামাজের পর তা’লীমুল মিল্লাত রহমাতিয়া আলিয়া মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের জন্য বিশেষ অবদানের জন্য তিনজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হবে। এছাড়া এসময় মাদরাসার একজন শিক্ষক ও একজন কর্মচারীর অবসর গ্রহণের কারণে তাদেরকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।

এশার নামাজের পর বাংলাদেশের জনপ্রিয় শিল্পী গোষ্ঠী কলরব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় পরিবেশিত হবে আকর্ষণীয় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!