খুলনা মহানগরীর সোনাডাঙ্গা খানজাহান নগর এলাকার তা’লীমুল মিল্লাত ফাযিল মাদরাসার ৫০ বছর পূর্তি আগামী ১৯ মার্চ। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ওইদিন সকালে মাদরাসা মসজিদে একশ’ খতম কুরআন তেলাওয়াত উপলক্ষে দোয়া মাহফিল, প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ খালাসির কবর জিয়ারত ও র্যালির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বিকেলে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, ইসলামি ও দেশাত্ববোধক গান এবং প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণমূলক আলোচনা। রাতে বিশেষ আকর্ষণে থাকছে কলরব শিল্পী গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ১৯ মার্চের অনুষ্ঠানকে সামনে রেখে গোল্ডেন জুবিলি ও রি-ইউনিয়ন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ হচ্ছে। এতে বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গের বাণী ছাড়াও স্বনামধন্য লেখকদের স্মৃতিচারণমূলক লেখা থাকছে। গতকাল মঙ্গলবার সকালে স্মরণিকার অগ্রগতি নিয়ে বাস্তবায়ন কমিটি ও স্মরণিকা উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মাদরাসা গভর্ণিং বডির দাতা সদস্য এমদাদুল হক খালাসীর সভাপতিত্বে বক্তৃতা করেন, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, উপাধ্যক্ষ মাওলানা আবুবকর সিদ্দীক, অধ্যাপক রেজাউল করিম খান, মাওলানা নুরুল ইসলাম, আজিজুর রহমান, মো: আব্দুল্লাহ, ইকবাল হোসেন, আ: রাজ্জাক, মুহা: ছফির উদ্দীন, মিনজুরা ফেরদৌসী, জাফর সাদিক, এইচএম আলাউদ্দিন, মনিরুজ্জামান, মো: মিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১৯ মার্চ সকাল থেকে মাদরাসা ময়দানে দিনব্যাপী অনুষ্ঠানমালার গুণীজন সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং গেষ্ট অব অনার থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান বক্তা থাকবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) এবং সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক ও মাদরাসা গভর্ণিং বডির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনা গেজেট/এমএইচবি/এমএম