খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দুর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
কৃষি শ্রমকি হত্যা

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ থেকে সাময়িক বহিস্কার

সাতক্ষীরা প্রতিনিধি

একজন কৃষি শ্রমকিকে পিটিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে সাময়কি বহিস্কার করা হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) রাতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম কর্তৃক ১৯ আগষ্ট স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয়, আপনি সরদার মশিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক তালা উপজেলা আওয়ামী লীগ। সংগঠনের পদ পদবী ব্যবহার করে সমগ্র উপজেলাব্যাপী নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়ে পড়েছেন। সম্প্রতি তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া ঘেরে একজন কৃষি শ্রমকি হত্যায় আপনি জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।

আপনার এহন সন্ত্রাসী কর্মকান্ডে সংগঠনের ভাবমূর্তি প্রচন্ডভাবে ক্ষুন্ন হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারাসহ বিভিন্ন ইপধারায় বর্ণিত মোতাবেক আপনাকে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ হতে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগসমূহ গুরুতর বিধায় চুড়ান্তভাবে আপনাকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা প্ত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে নিম্মস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জবাব দাখিল করার জন্য বলা হলো।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!