খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  হেলিকপ্টার দূর্ঘটনায় নিঁখোজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি
  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা

তালায় সড়কে ধান রোপন করে প্রতিবাদ এলাকাবাসীর

সাতক্ষীরা প্রতিনিধি

তালা উপজেলার ধানদিয়ায় সংষ্কারের অভাবে রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ৯ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলিপুরের এলাকাবাসী এই প্রতিবাদ জানায়।এলাকাবাসী শরিফুল, মোঃ রশিদ আসাদুল্লাহ ও আল আমিন বলেন, ধানদিয়া ইউনিয়নের মৌলভীবাজার ও নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজার হতে আলিপুর রাস্তাটি প্রতিবছর বর্ষা মৌসুমে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এ কাঁচা রাস্তাটি দিয়ে আলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩’শ শিক্ষাথীরাসহ গ্রামের সকল লোকজন নানা ভোগান্তির মধ্যে প্রতিনিয়ত দিয়ে চলাচল করছে।

বর্ষার সময় ভ্যান, অটো রিকসা, মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে বর্ষা মৌসুম এলে এই এলাকার মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। এবার মৌসুমের শুরুতেই বর্ষা বেশি হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। বাড়ছে জনসাধারণ ও স্কুল কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগ। বিগত ২০ বছরের মধ্যে একদিন কর্মসৃজন কর্মসূচির লোক দিয়ে কিছু মাটি ফেলা হলেও প্রয়োজনীয় সংষ্কারের উদ্যোগ নেয়া হয়নি বলেও জানান তারা।যার জন্য ক্ষুব্ধ এলাকাবাসী  সড়কে ধান রোপন করে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ওই রাস্তাসহ আমার ইউনিয়নের অনেক রাস্তার অবস্থা খুবই বাজে। খারাপ রাস্তাগুলোর টেন্ডার হওয়ার কথা ছিলো কিন্তু করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে গেছে। তা না হলে এই রাস্তাটি এতোদিন ঠিক হয়ে যেত। তবে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!