খুলনাঞ্চলের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি আজ শনিবার সন্ধ্যা নাগাদ আরও অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। শৈত্যপ্রবাহটি আরও তীব্রতা পেয়ে, অর্থাৎ তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হতে পারে। যা আগামী দুই থেকে তিন দিন এটি স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
খুলনা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা বিভাগে চলতি শীত মৌসুমে গতকাল শুক্রবার সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শনিবার (১৬ জানুয়ারি) খুলনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।
এ ব্যাপারে খুলনা আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ খুলনা গেজেটকে বলেন, ‘গেল সপ্তাহে আরব সাগর থেকে আসা জলীয় বাস্পপূর্ণ উষ্ণ বায়ু ও আকাশে মেঘ থাকার কারণে শীতের তীব্রতা অনেকটা কমে তাপমাত্রা বেড়ে গিয়েছিল। গত চার থেকে পাঁচদিন আগে সেই মেঘ সরে গেছে। আর সেই স্থানটি দখল করে নিয়েছে হিমালয় অঞ্চল দিয়ে বয়ে আসা শীতল বায়ুপ্রবাহ। ফলে শীতের তীব্রতা বেড়েই চলছে। এটি দু-তিন দিন স্থায়ী হতে পারে। এসময় সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তারপর আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে আবার শীতের তীব্রতা কমে আসবে।’
খুলনা গেজেট / এআর