ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় লাইনচ্যুত নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারকাজ শেষ হয়েছে। ফলে সাড়ে ৬ ঘণ্টা পর রাত ২টা ৩০ মিনিট থেকে খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, রোববার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। আড়াইঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ হয়। ফলে রাত আড়াইটা থেকে থেকেই সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নকশিকাঁথা ট্রেনের ম্যানেজার মোহাম্মদ সাইদ জানান, সুন্দরপুর এলাকায় বাম্পার ভেঙে ট্রেনের চাকাসহদুটি বগি লাইনচ্যুত হয়। এরপর উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।
রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে নকশীকাঁথা এক্সপ্রেস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।