খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ড্রাম ট্রাকের চাপায় নগরীতে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৯ জনের, নতুন শনাক্ত ২২৯৩

গে‌জেট ডেস্ক

দেশে এক দিনে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেল ১৮৫ জন। আর চলতি জুলাইয়ের ২৪ দিনে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৩৮ জনে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৯৩ জনের।

সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৮ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৫৫ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৯৬ জন। এর মধ্যে ঢাকার ৯৮৩ ও ঢাকার বাইরের ১ হাজার ১৩ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ২৭০ জন। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ১৮৭ জন এবং ঢাকার বাইরে ১৪ হাজার ৮৩ জন।

এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৬২২ জন। আর হাসপাতালে ভর্তি আছে ৭ হাজার ৪৬৩ জন।

সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চলতি মাসের এই ২৪ দিনেই। এ সময় ২৭ হাজার ২৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!