খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

ডুমুরিয়া মাজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় চুরি

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া মাজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় চুরি সংঘটিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মাদ্রাসা শিক্ষক মিলনায়তন কক্ষের তালা ভেঙে এ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষ কেএম জাকির হোসাইন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ ও কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, ঘটনার রাতে কে বা কারা শিক্ষক মিলনায়তন কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর শিক্ষকদের ড্রয় ও আলমারির তালা ভেঙে নগদ ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়া অফিসের বিভিন্ন কাগজপত্র ও আসবাবপত্র তছনছ করা হয়।

ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!