খুলনায় খাস জমি চিহ্নিতকরণের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলা ভূমি অফিস চক আহসানখালি ও বিল পাবলা মৌজায় দুটি খাস জমি চিহ্নিত করে সাইনবোর্ড বসিয়ে দেয়। ভূমি অফিসের এক সার্ভেয়ার, থুকড়া তহশীল অফিসের এক সহকারী সেখানে উপস্থিত ছিলেন।
দুটি জমির একটি হচ্ছে বিল পাবলা মৌজায়। বিলান শ্রেণীর এই জমির পরিমাণ ১ দশমিক ৭৭ একর। ১নং খাস খতিয়ানভূক্ত জমিটির দাগ নং ৪০১৬১। জমিটি তানিসা আবাসিক প্রকল্প’র মধ্যে অবস্থিত। এসব খাসজমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
অপর জমিটি ডুমুরিয়ার চক আসানখালী মৌজায়। ৪ দশমিক ৬৬ একর পরিমাণের বিলান জমিটি সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত, দাগ নং ১২৫৩। জমিটি প্লট আকারে ৩৭ জন ব্যক্তির নামে বিক্রি করা হয়েছে, এমন সাইনবোর্ড বসানো আছে। নগরীর বয়রাস্থ কর্ণফুলী ট্রেডিং সেখানে নজরুল নগর নামের প্রকল্প করে জমি বিক্রি করছে।