খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

ডুমুরিয়ায় সাড়ে ছয় একর খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় খাস জমি চিহ্নিতকরণের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলা ভূমি অফিস চক আহসানখালি ও বিল পাবলা মৌজায় দুটি খাস জমি চিহ্নিত করে সাইনবোর্ড বসিয়ে দেয়। ভূমি অফিসের এক সার্ভেয়ার, থুকড়া তহশীল অফিসের এক সহকারী সেখানে উপস্থিত ছিলেন।

দুটি জমির একটি হচ্ছে বিল পাবলা মৌজায়। বিলান শ্রেণীর এই জমির পরিমাণ ১ দশমিক ৭৭ একর। ১নং খাস খতিয়ানভূক্ত জমিটির দাগ নং ৪০১৬১। জমিটি তানিসা আবাসিক প্রকল্প’র মধ্যে অবস্থিত। এসব খাসজমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি হয়েছে বলে জানা গেছে।

অপর জমিটি ডুমুরিয়ার চক আসানখালী মৌজায়। ৪ দশমিক ৬৬ একর পরিমাণের বিলান জমিটি সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত, দাগ নং ১২৫৩। জমিটি প্লট আকারে ৩৭ জন ব্যক্তির নামে বিক্রি করা হয়েছে, এমন সাইনবোর্ড বসানো আছে। নগরীর বয়রাস্থ কর্ণফুলী ট্রেডিং সেখানে নজরুল নগর নামের প্রকল্প করে জমি বিক্রি করছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!