খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

ডুমুরিয়ায় ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ এ অভিযানের নেতৃত্ব দেন। রোববার রাতে এ অভিযান চালানো হয়।

ডুমুরিয়া থানা পুলিশ জানায়,সাতক্ষীরা, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সদস্যরা হলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মোঃ আহসানের ছেলে সালাউদ্দিন (৩১), বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের বাহাদুর শেখের ছেলে সম্রাট ওরফে শান্ত (১৯), ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের সোহরাব গাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩০) ও যশোর জেলার কেশবপুর উপজেলার আঃ সামাদ শেখের ছেলে মিজানুর রহমান (৩১) কে গ্রেপ্তার করা হয়।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন,গ্রেফতারকৃত সালাউদ্দিন,সম্রাট ইসলাম ও শরিফুল ইসলামের দেয়া তথ্যমতে বিভিন্ন ব্রান্ডের ৮টি এবং মিজানুর রহমানের তথ্যমতে ৭টিসহ মোট ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ১৬০ সিসি এ্যাপাচি আরটিআর(ব্লু রং), ১৫০ সিসি কালো পালসার, ১২৫ সিসি কালো ডিসকভার এবং ১৫০ লাল রঙের এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও রয়েছে। গ্রেপ্তারকৃতদের থানায় মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ডুমুরিয়া থানা পুলিশ ১১আগস্ট অভিযান চালিয়ে ৫ টি চোরাই মোটরসাইকেল, চুরির সরঞ্জাম উদ্ধারসহ এবং চোর সিন্ডিকেটের ২ জনকে গ্রেপ্তার করে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!